|
Date: 2024-05-13 17:24:05 |
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান পদে প্রার্থী স্থানীয় এমপি নূর মোহাম্মদের ছোট ভাইয়ের নির্বাচনী প্রচারনায় ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছেন।
সোমবার (১৩ মে) বিকেলে পৌর শহরের কামারপট্টি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা জরিমানা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এমপি নূর মোহাম্মদের ছোট ভাই চেয়াম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম সাত্তারের ঘোড়া প্রতীকের পক্ষে উচ্চ শব্দে ট্রাকে সাইন্ড বক্স ও বাদ্যযন্ত্র নিয়ে নির্বাচনী প্রচারনা করার দায়ে উপজেলা আওয়ামী লীগ সাংস্কৃতিক ফোরামের আহ্বায়ক মনিরুজ্জামানকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতে বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা বলেন, উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধি মালা ২০১৬ এর লঙ্ঘণ করায়
ঘোড়া প্রতীকের প্রচারণায় এক ব্যক্তিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। '
© Deshchitro 2024