|
Date: 2024-05-14 05:36:29 |
মহেশখালীর চালিয়াতলীস্থ পল্লী বিদ্যুৎ এর ১১ হাজার ভোল্টের সংযোগ লাইনে কাজ করতে গিয়ে রুপম দাশ (৪৯) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ মে) রাত ১১ টায় মহেশখালীর চালিয়াতলীস্থ বিদ্যুৎ লাইনে কাজ করার সময় অসতর্কতাবশত বিদ্যুৎ চলে আসলে রুমপ দাশ বিদ্যুৎ এর তাঁরে জড়িয়ে আহত হয়। পরে তাকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুমপ দাশ কে মৃত ঘোষণা করে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চকোরিয়া জোনাল অফিসের ডিজিএম সাদেকুল ইসলাম। তিনি জানান, রুমপ দাশ চকোরিয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিস শাখার একজন সিনিয়র লাইনম্যান ছিলেন। মহেশখালী চকোরিয়া সংযোগ লাইনে কাজ করতে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে তার সহকর্মী সূত্রে জেনেছেন। তিনি ঘটনাস্থলে পৌছাচ্ছেন বলেও জানান।
নিহত রুমপ দাশের বাড়ি দোহাজারি বলে জানায় তার সহকর্মীরা। তিনি দীর্ঘদিন চকরিয়া ও মহেশখালীর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে কর্মরত ছিলেন।
© Deshchitro 2024