|
Date: 2024-05-14 06:19:20 |
লাখাই উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ। আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য লাখাই উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৩ মে) হবিগঞ্জ জেলা প্রশাসক এর সভা কক্ষে জেলা প্রশাসক মোছঃ জিলুফা আক্তার এর উপস্থিতিতে জেলা রিটার্নিং কর্মকর্তা হবিগঞ্জ সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের উপস্থিতিতে প্রতিক বরাদ্দ এর ঘোষণা করা হয় ।
লাখাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাহফুজুল আলম মাহফুজ ( মোটরসাইকেল), আমিরুল ইসলাম আলম ( আনারস,) ইকরামুল মজিদ চৌধুরী শাকিল ( ঘোড়া) ও মুশফিউল আলম আজাদ (কৈ মাছ)।
ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিক পেয়েছেন আরিফ মিয়া) টিয়াপাখি), কাওছার আহমেদ পেয়েছেন( মাইক), মানিক মোহন ( টিউবওয়েল), আব্দুল মতিন( বই) রাজীব কান্তি রায় (তালা),রাসেল আহমেদ ( চশমা) ও হাজী নোমান মোল্লা ( উড়োজাহাজ)।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আলেয়া বেগম ( হাঁস), তানিয়া আক্তার(কলস),প্রিয়া বেগম (ফুটবল) ও নাঈমা আক্তার সুমি ( প্রজাপতি মার্কা) পেয়েছেন । প্রতিক বরাদ্দ পেয়েই উপজেলা পরিষদ নির্বাচনে সকল পদ প্রার্থীরা নির্বাচনী মাঠে নেমে পড়েছেন প্রচার প্রচারনায়। আনুষ্ঠানিক ভাবে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিক বরাদ্দ পেয়ে প্রার্থী ও সমর্থকদের মাঝে দেখা দিয়েছে আনন্দ ও বিজয়ের উল্লাস। উপজেলার বুল্লা বাজার সহ বিভিন্ন স্থানে প্রার্থীদের মিছিল ও কর্মী সমর্থকদের সরব উপস্থিতি লক্ষ্যনীয়।
© Deshchitro 2024