|
Date: 2022-10-29 11:26:00 |
খুলনা জেলা প্রতিনিধি :-
কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র' এই শ্লোগানকে সামনে রেখে খুলনার কয়রা থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং এর যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৯ অক্টোবর) সকাল ১১ টায় এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি কয়রা থানা চত্বর থেকে বের হয়ে কয়রা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় কয়রা থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি এ্যাড. কেরামত আলীর সভাপতিত্বে ও এস আই মনিরুল শিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোকুনুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) সাইফুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. কমলেশ কুমার সানা, ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম কোম্পানী এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক, জনপ্রতিনিধি,কমিউনিটি পুলিশিং এর সদস্যসহ বিভিন্ন পেশার মানুষ।সার্বিক তত্বাবধানে ছিলেন কয়রা থানার ওসি তদন্ত ইব্রাহিম আলী।
© Deshchitro 2024