রামুর রশিদনগর উত্তর কাহাতিয়াপাড়া এলাকায় রেললাইন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। অজ্ঞাত ব্যক্তির তাৎক্ষণিক পরিচয় মেলেনি।

বিষয়টা নিশ্চিত করেছে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুল ইসলাম।

মঙ্গলবার (১৪ মে) সকাল থেকে রশিদনগর ইউনিয়ন পরিষদের উত্তর কাহাতিয়াপাড়া রেললাইনে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

স্থানীরা জানান, সকাল থেকে মরদেহটি রেললাইনে পড়ে ছিল। তাৎক্ষণিক ওই মরদেহের পরিচয় না পাওয়ায় পুলিশকে খবর দেয়া হয়।

এবিষয়ে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুল ইসলাম মুঠোফোনে জানান, রশিদনগর রেললাইনে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024