বরিশালে সোমবার রাতে নগরীর বৈদ্যপাড়া এলাকায় কুরিয়ার সার্ভিসের ডেলিভারি বয় সেজে গাঁজা বিক্রির চেষ্টাকালে ৭ কেজি গাঁজাসহ মো. মিন্টু হাওলাদার (৪২) নামে এক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।। আটকৃত হলো মিন্টু হাওলাদার আগৈলঝাড়া উপজেলার রত্নপুর গ্রামের মৃত আব্দুল মজিদ হাওলাদারের ছেলে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৯টায় নগরীর সিঅ্যান্ডবি পোল বৈদ্যপাড়া এলাকার সোমালয় নামের একটি ভবনের সামনে যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম। এ সময় মিন্টু হাওলাদার কাঁধে একটি ব্যাগ নিয়ে সেখানে উপস্থিত হন। তাকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদকালে নিজেকে কুরিয়ার সার্ভিসের ডেলিভারি বয় হিসেবে পরিচয় দেন এবং ক্রেতার কাছে পণ্য হস্তান্তর করতে এসেছেন বলে জানান। পরে তার ব্যাগ তল্লাশি করে ৭ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
এনায়েত হোসেন আরও জানান, আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের শেষে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে