মামুনুর রশীদ পান্না, ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলালে পানিতে ডুবে মূছা (০৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  


মঙ্গলবার (১৩ মে) বিকেল ৫ টার দিকে উপজেলার মনঝার বাজারের বড় পুকুর নামক পুকুরে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ওই শিশুটি মনঝার বাজার এলাকার তারেকের ছেলে।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে সবাই ধানের কাজ করেছিলো। শিশু মূছা বাহিরে খেলা করছিল। এ সময় অসাবধানতায় সে পুকুরে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, ক্ষেতলাল থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত (ওসি) ইমায়েদুল জাহেদী।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024