মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে নাজিয়া ইসলাম ২০২৪ সালের এস.এস.সি. পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গ্লোডেন জিপিএ ৫.০০ পেয়েছে। সে মো. নজরুল ইসলামের প্রথম কন্যা সন্তান। নাজিয়া ইসলামের বাবা পেশায় একজন শিক্ষক। তার বাবা মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং তার চাচ্চু মো. নাছির উদ্দিন (হুমায়ন) একই স্কুল এন্ড কলেজে অধ্যাপনা করেন।


নাজমা ইসলাম বড় ফুপি সুশিক্ষিত গৃহিনী ও ফুপাও শিক্ষকতা করেন। মেজ চাচ্চু আ. লতিফ একটি প্রাইভেট জব করেন। তার ছোট চাচ্চু মোহাম্মদ নাজিবুল বাশার, ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজে অধ্যাপনা করেন। নাজিয়া ইসলামের ছোট ফুপি কানিজ ফাতেমা একজন বিসিএস ক্যাডার তার ফুপা একজন ব্যাংকার। ফান্স প্রবাসী চাচ্চু নুরুজ্জামান এবং সর্বশেষ ছোট ফুপি শাহনাজ নাজনীন ঐশি সুশিক্ষিত গৃহিনী ও ফুপাও শিক্ষকতা করেন। তার এই সফলতা মহান সৃষ্টিকর্তার কাছে শোকরিয়া জ্ঞাপন করেছেন। তার দাদা মোহাম্মদ ছাইফুল ইসলাম তিনিও এক আদর্শ শিক্ষক ছিলেন।


এখন তার দাদা অবসরপ্রাপ্ত। দাদী নুরজাহান বেগম তিনিও লেখাপড়ায় প্রচন্ড মেধাবী ছিলেন। তাদের পাঁচ ছেলে ও তিন মেয়েদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুলেছেন। 


এই সফলতার জন্য শিক্ষকমন্ডলী, বাবা-মা, নানা-নানী, দাদা-দাদী এবং চাচ্চুদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেছেন। সে ভবিষ্যতে একজন চিকিৎসক হতে চায়। সে এভাবে জীবনের প্রতিটি ধাপে যেন সফলতার সাথে উত্তীর্ণ হতে পারে এবং তাকে নিয়ে তার বাবা-মায়ের মনের সব আশা যেন পূরণ করতে পারে, পাশাপাশি নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলে যেন মানব সেবা করতে পারে তার জন্য সকলের কাছে প্রার্থনা করেছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024