|
Date: 2024-05-14 20:15:30 |
রাজশাহী বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হলো মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ২০২৪। যুবদের মাঝে উগ্রবাদ প্রতিরোধ করে এবং সম্প্রীতি ও বহুমাত্রিক সমাজ তৈরীর প্রতিষ্ঠা করার লক্ষ্যে ‘PEACE Consortium’এর সহযোগিতায়Youth Leader-BYLT-RU' প্রশিক্ষণের আওতাভুক্ত রূপান্তর এবং নৃবিজ্ঞান বিভাগের সহযোগিতায় মঙ্গলার এই ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মো: কামাল পাশা। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. রতন কুমার, ড. একরাম হোসেন প্রমুখ।
এছাড়াও বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা-BUP পক্ষ থেকে উপস্থিত ছিলেন মুস্তাক আহমেদ এবং নাজমুন নাহার।
মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা -২০২৪ ছিল Youth Leader প্রশিক্ষণের আওতাভুক্ত একটি বাস্তব প্রকল্প।
উক্ত প্রকল্পটি দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ ইফরিম সিদ্দিকীর মাধ্যমে বাস্তবায়িত হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রায় ১৪৫ জন শিক্ষার্থী এই মিনি ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন । প্রতিযোগিতা শুরু হয় প্রশাসনিক ভবনের সামনে থেকে ।
তিন কিলোমিটারের এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় পুরুষ ক্যাটাগরিতে রানার্স আপ হন সামিউল হাসান এবং বিজয়ী হয় ফরহাদ মিয়া এবং নারী ক্যাটাগরিতে রানার্স আপ হন সাথী আক্তার এবং বিজয়ী হয় নুর আক্তার বানু।
© Deshchitro 2024