|
Date: 2024-05-15 05:08:44 |
চাঁদপুরের কচুয়ায় কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে সিএইচসিপির মাসিক সভায় এ কমিটি নির্বাচিত করা হয়। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সফিউর রহমান মজুমদার,ডা. সামিয়ান সাব্বির,উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ব্রজগোপাল পোদ্দার,কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মাসিক সভা শেষে কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে তৃতীয় বারের মতো সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান নির্বাচিত হন এবং সাধারন সম্পাদক পদে সাইফুল ইসলাম নির্বাচিত হন। নির্বাচন শেষে নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান ও সাধারন সম্পাদক সাইফুলকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ব্রজগোপাল পোদ্দার সহ কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডারগন। পরে উপজেলা কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার এসোসিয়েশনের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সফিউর রহমানকে ফুল দিয়ে বরন করা হয়।
© Deshchitro 2024