নাগেশ্বরীতে বন্দুক দিয়ে অবাধে পাখি শিকারের দায়ে তিন জনের ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন কার্যালয়ে তাদের জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদ। এ সময় শিকারীদের কাছ থেকে একটি দুনলা বন্দুক জব্দ করা হয়েছে। অভিযুক্তরা হলেন, উপজেলার কেদার ইউনিয়নের সুবলপাড় এলাকার আমজাদ হোসেনের ছেলে ফরিদ আহমেদ মিলন (৪৮), তার ভাই আরিফ হোসেন (২৪) এবং একই এলাকার আব্দুস ছালামের ছেলে আব্দুস সাফি (৩৬)।

নির্বাহী আদালত জানায়, অভিযুক্ত তিনজন মিলে রায়গঞ্জ ইউনিয়নের দুধকুমার নদের পাড়ে মোল্লাভিটা পাঁচমাথা ঘাট এলাকায় তিন দিন ধরে অবাধে পাখি শিকার করছিলেন। মঙ্গলবার বিকেলে তারা বন্দুক দিয়ে ১৭টি পাখি শিকার করলে স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে জানায়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে তাদের আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে এসে ভ্রাম্যমান আদালত বসিয়ে বন্য প্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৮ ধারায় ৩ জনের ৩০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও নির্বাচন চলাকালীন সময়ে গণবিজ্ঞপ্তির ধারা লঙ্ঘন করায় পাখি শিকারে ব্যবহৃত বন্দুকটি জব্দ করে কচাকাটা থানায় জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024