ঘাটাইলে পানিতে ডুবে এক স্কুল ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত স্কুল ছাত্রর নাম আলকাহাব (৯) ।  

১৫ মে(বুধবার)  দুপুর দেড়টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের গড়ানচালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলকাহাব ওই গ্রামের মাসুদ রানার ছেলে। আলকাহাব মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

রসুলপুর ইউপি সদস্য মো. মর্তুজ আলী জানান, দুপুরে এলাকার শিশুদের সঙ্গে খেলতে গিয়ে সবার অগোচরে বাড়ির পাশে খালের পানিতে পড়ে যায় আলকাহাব। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটির মরদেহ উদ্ধার করে স্বজনসহ এলাকাবাসী।

এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, নিহত শিশুর পরিবারের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024