শ্যামনগরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের মাঝে অনুদানের চেক বিতরণ

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার(১৬মে) সকালে ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদ হল রুমে উনত্রিশ জন রোগীর মাঝে মাথাপিছু এককালিন পঞ্চাশ হাজার করে মোট ১৪ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

অনুদানের চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম আতাউল হক দোলন। চেক বিতরনের পূর্বে প্রধান অতিথি বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন।

উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামানের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল প্রমুখ।

অনুষ্ঠানে ক্যান্সার আক্রান্ত ২২জন, কিডনি জটিলতা ২ জন, স্ট্রোক রোগী ১ জন,জন্মগত ‎হৃদরোগ ২ জন ও থ্যালাসেমিয়া আক্রান্ত ২ জন সহ মোট ২৯জন রোগীকে অনুদানের চেক বিতরণ করা হয়।

ছবি- শ্যামনগরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করছেন এমপি আতাউল হক দোলন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024