|
Date: 2024-05-16 13:42:06 |
সোমালিয়ার জলদস্যুর হাত থেকে মুক্ত হয়ে ঘরে ফেরা এমবি আবদুল্লাহ ইঞ্জিন ফিটার সালেহ আহমেদ এর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ মানিক।
১৫ই মে (বুধবার) রাতে ৬৭ দিন আপন নিবাসে ফিরে এসে নিজের অনুভূতির কথা গুলো বলছিলেন নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের মুন্সি বাড়ির মৃত সাখাওয়াত হোসেন ও মৃত সালেহা বেগমের জৈষ্ঠ্য সন্তান সালেহ আহমেদ।
বাড়িতে আসার পর তাকে ফুল দিয়ে বরণ করে নেন স্বজনরা। ফিরে আসার আবেগ অনুভূতি ভাষায় প্রকাশ করার মত নয়। মনে হয় যেন এক নতুন জীবন। সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। দুই মাসেরও বেশি সময় পর স্বজনরা তাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ খুশিতে কাঁদতে থাকেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ মানিক নাবিক সালেহ আহমেদের সাথে একান্ত আলাপকালে, আটকে সময় বিভীষিকায় দুঃসহ স্মৃতি তুলে ধরেন। মুক্ত হয়ে মহান রবের শুকরিয়া আদায় করেন। পরিবারে বইছে আনন্দ উচ্ছ্বাস।
© Deshchitro 2024