|
Date: 2022-10-29 14:05:41 |
সাংবাদিক এম বি আলমকে লাঞ্ছিতের ঘটনায় জননী বাস আটক।
অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় এবং অতিরিক্ত ভাড়া আদায়ের চেষ্টায় ব্যর্থ হয়ে নোয়াখালী জেলায় কর্মরত সাংবাদিক এম বি আলমকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় ২৯ শে অক্টোবর শনিবার বেলা ২টায় নোয়াখালী জেলার চাটখিল টু সোনাপুরগামী জননী বাস-টি আটক করেছে নোয়াখালী ট্রাফিক বিভাগ।
সাংবাদিক এম বি আলম জানান জননী বাসে করে চাটখিল থেকে ফেরার পথে বাসের বিভিন্ন যাত্রীদের সাথে বাস কন্ট্রাক্টারের ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হয়। তার কাছেও ভাড়া বেশি চাওয়ায় তিনি বেশি ভাড়া দিতে অপারগতা প্রকাশ করে প্রতিবাদ করায় তাকে তার স্ত্রীর সামনে শারীরিকভাবে লাঞ্চিত করে বাস কন্ট্রাক্টর এবং তাকে দেখে নেয়ার হুমকি দিয়ে মোবাইল ফোনে কল করে তার একদল সাংগোপাঙ্গ কে এনে হাজির করে বাস থামিয়ে আবারো সন্ত্রাসী হামলার চেষ্টা করে। পরক্ষনেই তার সাংবাদিক পরিচয় পেয়ে তারা ভীত সন্ত্রস্ত হয়ে ক্ষমাপ্রার্থনা করে এবং ঘটনার প্রতিকার আঁচ করতে পেরে হামলাকারী কন্ট্রাক্টর সেখান থেকেই পালিয়ে যায়।
পরবর্তীতে তিনি বিষয়টি ট্রাফিক পরিদর্শক মোঃ সিরাজুল ইসলামকে অবগত করলে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বাস-টি আটক করে ট্রাফিক হেফাজতে রাখেন।
বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভ বিরাজমান।
অনতিবিলম্বে হামলাকারী কে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে শাস্তির আওতায় আনার দাবি জানান সাংবাদিক সমাজ।
টিআই মোঃ সিরাজুল ইসলাম জানান সাংবাদিক এম বি আলমের অভিযোগের ভিত্তিতে জননী বাস ও তার ড্রাইভারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে ড্রাইভার ঘটনার সত্যতা স্বীকার করেন। বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য জন্য গাড়ির মালিক ও মালিক সমিতির নেতৃবৃন্দ কে আসতে বলা হয়েছে। বৈঠক শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
© Deshchitro 2024