শেরপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল খায়রুম ১৬ মে ২০২৪ বৃহস্পতিবার ঝিনাইগাতী উপজেলা পরিষদ, উপজেলা ভূমি অফিস, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিক, আশ্রয়ণ প্রকল্পসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সকল কার্যক্রমের সন্তোষ প্রকাশ করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা, উপজেলা শিক্ষা অফিসার নুরুন নবীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও জনপ্রতিনিধি। এছাড়াও তিনি ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। তিনি শেরপুর জেলায় যোগদানের পর থেকে কর্ম ব্যস্ততার মধ্য দিয়ে সরকারী দায়িত্ব যথাযথভাবে পালন করছেন। ইতিমধ্যেই জাতীয় সংসদসহ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে শেরপুর বাসীকে উপহার দিয়েছেন। এতে করে তিনি বিভিন্ন মহল থেকে প্রশংসিত হয়েছেন। 
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024