|
Date: 2024-05-17 07:52:30 |
কুষ্টিয়া কুমারখালি উলামা পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়।
গত ২৫/৫/২০২৪ ইং বুধবার কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার উলামা পরিষদের গত ৪/৫/২০২৪ ইং তে ২০২৪ ও ২০২৫ সনের জন্য নবনির্বাচিত কমিটি গঠন করা হয়, স্থান বায়তুন নাজাত হাফিজিয়া মাদরাসায় অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা উলামা পরিষদের সভাপতিঃ আব্দুল হামিদ সাহেবসহ জেলার বিজ্ঞ ওলামায়েকেরাম। তারা কুমারখালির আলেমদের নিয়ে ভোটের মাধ্যমে কমিটি গঠন করেন।এ দুবছর মেয়াদি কমিটিতে যারা দ্বায়িত্ব পান তারা হলেন।
১। সভাপতিঃ হা.মাও.দেলোয়ার হুসাইন মাজহারী
২। সহ-সভাপতিঃ মাওলানা আব্দুল মালেক
৩। সাধারণ সম্পাদকঃ মুফতি আব্দুস সালাম
৪। যুগ্ম সাধারণ সম্পাদকঃ মুফতি ওমর ফারুক কাসেমী
৫। সাংগঠনিক সম্পাদকঃ হাফেজ মু.খালিদ সাইফুল্লাহ্
৬। ক্যাশিয়ারঃ হাফেজ জুবায়ের আহমাদ
৭। প্রচার সম্পাদকঃ মুফতি কাওছার আহমাদ
৮। শিক্ষা বিষয়ক সম্পাদকঃ মুফতি আজিম উদ্দিন
৯। ফতুয়া বিষয়ক সম্পাদকঃ মুফতি আবু বক্কর কাসেমী,মুফতি হারুন কাসেমী,মুফতি মোজাম্মেল হক কাসেমী, মুফতি মুস্তাফিজুর রহমান, মুফতি আব্দুর রহমান।
১০। যাওয়া বিষয়ক সম্পাদকঃ মুফতি নজরুল ইসলাম
১১। দপ্তর সম্পাদকঃ মাওলানা সালাউদ্দিন আইয়্যুবী
১২। ওলামা কল্যাণ সম্পাদকঃ মাওলানা আব্দুল খালেক
১৩। নাহি আনিল মুংকারঃ মুফতি নাসির উদ্দিন
১৪। নিরক্ষক সম্পাদকঃ মুফতি ওলিউল্লাহ্
১৫। সমাজ কল্যাণ সম্পাদকঃ হাফেজ রুহুল আমিন
১৬। মিডিয়া ও প্রকাশনা সম্পাদকঃ হাফেজ তাওসিফুর রহমান সাদী
কার্যনির্বাহী সদস্য....….....….....
১। মুফতি সানাউল্লাহ্
২। মাওলানা শাহিন আলম
৩! হাফেজ মাওলানা আহসান উল্লাহ্
৪। হাফেজ মাওলানা ইসমাইল
অনুষ্ঠানটি সকল মৃত্যু ব্যাক্তিদের রুহের মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে শেষ হয়
© Deshchitro 2024