শিশু শ্রমিককে বলাৎকারের দায়ে কলাতলী থেকে রফিকুল কাদের নামের এক রেস্তোরাঁ মালিক কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার(১৬ মে) রাত সাড়ে ১১ টার দিকে কক্সবাজারের কলাতলীর হোটেল-মোটেল জোন এলাকা থেকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে আটক করে।

ভুক্তভোগী জানায়, রফিকুল কাদের তার ব্যবসায়িক পার্টনারদের সহযোগিতায় শিশু শ্রমিককে বলাৎকার করে এবং বলাৎকারের ভিডিও ধারণ করেছে তার সহযোগীরা। পরে তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

এদিকে কক্সবাজার সদর মডেল থানা সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে যাচাই বাছাই চলছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আটকের কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করে রফিকুল কাদের দাবী করেছিলেন, এটা তার বিরুদ্ধে শ্রমিক নেতা রুহুল কাদের মানিকের ষড়যন্ত্র এবং তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ মিথ্যে ও সাজানো বলে দাবী করেন তিনি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024