কালিগঞ্জের কৃষ্ণনগর বাজারে বিষ প্রয়োগে করে মৌমাছির চাক বিনষ্ট 


সাতক্ষীরা জেলা  কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর বাজার এলাকার বাসিন্দা নজরুল ইসলামের বাড়ির ঝুল বারান্দায় এক দিন আগেও ছিল মৌমাছির গুঞ্জন, দর্শনার্থীদের  সেলফি তোলার অনুষঙ্গ, কিন্তু ১৬ মে  বৃহস্পতিবার  ভোরের আলো ফুটতেই দেখা যায়  মৌমাছির ৪টি চাকের কয়েক লক্ষ মৌমাছি নিচে মৃত অবস্থায় পড়ে আছে। পোকাশুন্য চাকগুলো  ঝুলছে বেলকুনিতে।বাড়ির মালিকের ধারনা ১৫ মে বুধবার দিবাগত রাত্রের কোন এক সময় শত্রুতা বসত দুর্বৃত্তরা বিষ প্রয়োগে চাক সহ পোকাগুলো বিনষ্ট করে দিয়েছে। বাড়ির মালিক সহ স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বিগত ১০ বছর যাবৎ বছরের ৮ মাস বাড়ি টির সামনের অংশে ৪টি‌ চাকে বসবাস করে কয়েক লক্ষ মৌমাছি। এলাকার লোকজন প্রায়ই দেখতে আসে মৌমাছির চাকগুলো । কেউবা  আসে চাক‌ গুলোর সামনে দাঁড়িয়ে ছবি তোলার জন্য । নজরুলের পরিবারের সদস্যদের সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে অতিথির ন্যায় নিয়ম করে প্রতি বছর নির্দিষ্ট সময়ে আগমন আর প্রস্থান করে মৌমাছিগুলো। বাড়িটি বিগত ১০ বছর ধরে মৌমাছির বাড়ি হিসেবে পরিচিতি লাভ করেছে এলাকায় ।

কিন্তু আকষ্মিক এই বিষ প্রয়োগের ঘটনায়  হতবাক হয়ে গেছে কৃষ্ণনগর বাজার এলাকার বাসিন্দারা সহ  ক্রেতা বিক্রেতারা । তারা  প্রশাসনের কাছে  দুর্বৃত্তদের খুঁজে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়ার জন্য দাবি জানিয়েছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024