|
Date: 2022-10-29 16:12:11 |
"পুলিশই জনতা, জনতাই পুলিশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলাল থানার আয়োজনে 'কমিউনিটি পুলিশিং ডে’ উপলক্ষ্যে র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ (অক্টোবর) শনিবার বিকেল ৩টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্ষেতলাল থানার ওসি জাহিদুল হক। তদন্ত ওসি এসএম মাকসুদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আলমপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, মামুদপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শামীম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আজাহার আলী, ক্ষেতলাল রিপোটার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান ও সাংবাদিক আজিজার রহমানব ও আখতারুজ্জামান তালুকদার প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা, উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিং কার্য্যক্রম বৃদ্ধির পাশাপাশি সর্বস্তরের জনগণকে পুলিশিং
কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।
এর আগে প্রথমেই থানা চত্বরের সামনে সাদা পায়রা ও বেলুন উড়িয়ে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা হলরুমের সামনে গিয়ে সমাপ্ত হয়।
এসময় উপস্থিত ছিলেন, থানা পুলিশের সদস্যবৃন্দ জনপ্রতিনিধিগণ, শিক্ষক, রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
© Deshchitro 2024