|
Date: 2022-10-29 17:18:33 |
হবিগঞ্জ প্রতিনিধি।। মানব পাচার প্রতিরোধ ও দমন বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা কর্মশালা হালনাগাদকরন শীর্ষক সিলেট বিভাগের এক কর্মশালা সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর অনুষ্ঠিত এ বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবমোঃ আখতার হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (পুলিশ ও এনটিএমসি)মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত সচিব (পুলিশ ও এনটিএমসি), জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও আইসিটি অনুবিভাগ) এ কে এম মুখলেছুর রহমান,সিলেটের বিভাগীয় কমিশনার ড, মুহাম্মদ মোশাররফ হোসেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমমেদ। বিভাগীয় কর্মশালা শেষে সিনিয়র সচিব জেলা প্রশাসন ও জেলা পুলিশের কর্মকর্তাদের সাথে হবিগঞ্জ সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় যোগদান করেন।এ সভায় সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন ও তাঁর সহধর্মিনী মিসেস মাহবুবা আক্তার উপস্থিত ছিলেন। ছাড়াও উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান,পুলিশ সুপার হবিগঞ্জ এস এম মুরাদ আলি, পুলিশ সুপার সিলেট হবিগঞ্জ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার মৌলভীবাজার মোঃ জাকারিয়া সহ হবিগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
© Deshchitro 2024