|
Date: 2022-10-29 17:48:36 |
শুক্রবার (২৮ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে ১৫ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ।
আটককৃতরা হলেন- মো. জাকির হোসেন প্রকাশ কালাম হাওলাদার, মো. সাদ্দাম হোসেন ও মো. মাসুদ রানা।
এ বিষয়ে নগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মু. আলী হোসেন বলেন, গোপন সংবাদে চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে ১৫ কেজি গাঁজাসহ আটক করা হয়।
তিনি বলেন, আটকরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে গাঁজা কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে রেখেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
© Deshchitro 2024