জয়পুরহাটের ক্ষেতলাল সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আজিজুল বারী তালুকদার এর ১৩ তম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


১৮ (মে) রবিবার দুপুর ১টায় সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজের আজির উদ্দিন হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওই কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জিনাত রেহেনা। 


কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোস্তাসিম বিল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আমিরুল ইসলাম, ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান এস.এম আহসান হাবীব। 


এসময় উপস্থিত ছিলেন, ওই কলেজের ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ইদ্রিস আলী, সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান নাসির উদ্দীন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদ আল রাজীসহ অন্যান্ন শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ প্রমুখ।


আলোচনা সভা শেষে, মরহুম কলেজ প্রতিষ্ঠাতার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024