|
Date: 2024-05-19 10:55:00 |
পূর্ব শত্রুতার জেরে শেরপুরের ঝিনাইগাতীতে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছেন। ১৮ মে শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিণ কান্দুলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত আনোয়ার হোসেন (৩৯) ও মোছাঃ হাছেনা বেগম (৩০) শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৮ মে শনিবার হাছেনা বেগম বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। থানায় দায়ের করা হাছেনা বেগমের অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ মিজান গংরা পারস্পরিক বিভিন্ন বিষয়াদি ও গত ৮ মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে বেশ কিছুদিন ধরে আনোয়ার হোসেনকে হুমকি-ধামকি দিয়ে আসছিল। শনিবার বেলা ১১টার দিকে আনোয়ার হোসেন কান্দুলী বাজারের মিজান মিয়ার দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে ৪নং বিবাদী ছোরহাব আলীর নেতৃত্বে ৫-৬ জন দেশীয় অস্ত্র-লাঠি নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় আনোয়ার হোসেন, গুরুতর আহত হয়। আনোয়ার হোসেনের ডাক চিৎকারে ও এলাকার লোকজনের খবর শুনে আনোয়ার হোসেনের স্ত্রী হাছেনা বেগম ফিরফার করতে এলে ৪নং বিবাদী ছোরহাব আলী হাছেনা বেগমকেও মারধর করে এবং পড়নের কাপড় চোপড় টানা হেঁচড়া করে ছিড়ে বিবস্ত্র করে ও গলায় থাকা এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এলাকাবাসী আনোয়ার হোসেন ও তার স্ত্রী হাছেনাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে আনোয়ার হোসেনের গুরুতর জখমের কারণে কর্তব্যরত ডাক্তার তাকে শেরপুর সদর হাসপাতালে রেফার্ড করেন। আনোয়ার হোসেনের বাম চোখের উপর, বাম কপালের নিচে ৪টি সেলাই হয়েছে। বর্তমানে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঝিনাইগাতী থানার ওসি বছির আহমেদ বাদল বলেন, এ ঘটনায় হাছেনা বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
© Deshchitro 2024