মৌলভীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে সকল পদের নির্বাচন স্থগিত


ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপে ২১ মে অনুষ্ঠেয় মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ সকল পদের নির্বাচন স্থগিত করেছেন নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (১৯ মে) সন্ধ্যায় নির্বাচন পরিচালনা উপসচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন এ তথ্য জানানো হয়।

লিখিত প্রজ্ঞাপন থেকে জানা যায়  আপিল বিভাগের সিপিএলএ নং ১৬০৮/২০২৪ এর ১৬ মে ২০২৪ তারিখের আদেশ প্রতিপালনের সুবিধার্থে ষষ্ঠ উপজেলা পরিষদের ২য় ধাপে ২১ মে ২০২৪ তারিখে অনুষ্ঠেয় মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। বর্ণিতাবস্থায়, উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।  

এদিকে নির্বাচন স্থগিত করে ইতোমধ্যে গণবিজ্ঞপ্তিও জারি করেছেন রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুস সালাম চৌধুরী।

এবিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুস সালাম চৌধুরী জানান, আপিল বিভাগের আদেশ পালনের সুবিধার্থে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুস সালাম চৌধুরী জানান, আপিল বিভাগের আদেশ পালনের সুবিধার্থে ষষ্ঠ ধাপে অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

প্রসঙ্গত চেয়ারম্যান পদে উচ্চ আদালতে দুই প্রার্থীর আইনি পক্রিয়া চলমান থাকায় ইসি নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত প্রদান করে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024