শেখ রাসেল উৎসব ২০২২ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা, আবৃত্তি, সংগীত ও স্বরচিত কবিতাপাঠ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় সাতক্ষীরা তালা উজেলার এিশমাইলে একটি বেসরকারী সংস্থার অডিটোরিয়ামে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ সাতক্ষীরা জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

সাতক্ষীরা জেলা শাখার বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি মনিরুজ্জামান সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পদক ড.শাহাদাৎ হোসেন নিপু, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজর অধ্যক্ষ বাসুদেব বসু, অধ্যাপক ও প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কবি শেখ নুরুল ইসলাম, কবি গুলশান আরা,সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু আকৃত্তি পরিষদের সাধারণ সম্পদক নব কুমার ঢালী, কবি শেখ ফারুক হোসেন, কবি সালেক রেজা বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তরা বলেন শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণদের কাছে এক ভালবাসার নাম। অবহেলিত, পশ্চাৎপদ, অধিকারবঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে শেখ রাসেল এক মানবিক সত্তায় পরিণত হয়েছে। শেখ রাসেলের জন্মদিনে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকের বুলেটে হারিয়ে যাওয়া এই শিশুটির নিষ্পাপ আদর্শ হবে আমাদের অনুপ্রেরণা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024