|
Date: 2024-05-20 04:57:16 |
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে বজ্রপাতে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মেহের জামাল।তিনি পেশায় একজন দর্জি। তিনি কুড়িগ্রাম সদরের মোগলবাসা ইউনিয়নে চর সিতার ঝাড় এলাকার বাসিন্দা। এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৯ মে রাত ৮ টার প্রবল বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। ১০ টার দিকে তা বন্ধ হলে চৌমুহনী বাজারের তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ওয়াপদা সড়ক পথে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, বজ্রপাতে একজন মারা গেছেন বলে শুনেছি। তবে তার বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলায়।
© Deshchitro 2024