লাখাইয়ে উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি নিশ্চিতে অভিযান। 

  আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২৪ এ প্রতিদ্বন্ধী প্রার্থীদের নির্বাচনী বিধি নিশ্চিত সহকারী কমিশনার (ভূমি)  ও নির্বাহী ম্যাজিস্ট্যাট মাসুদুর রহমান এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে। রবিবার(১৯ মে) বিকেলে পরিচালিত অভিযানকালে  কালাউক সড়ক বাজারে প্রতিদ্বন্ধী প্রার্থীদের পলিথিন মোড়ানো পোস্টার অপসারন করা হয় ।পদ প্রার্থীরা নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করায় রোববার (১৯ মে) বিকেলে কালাউক সড়ক বাজারে নির্বাচনী পলিথিন মোড়ানো পোস্টার অপসারণ  করা হয়েছে। এ সময় তিনি পলিথিন মোড়ানো পোস্টার টাঙানো সহ সকল প্রকার আচরন বিধি লঙ্গনের বিষয়ে প্রার্থীদের সতর্ক করেন।

 পোস্টার অপসারণ অভিযানে সার্বিক সহযোগিতা করেন লাখাই থানার পুলিশের উপ-পরিদর্শক( এসআই) মৃদুল কুমার ভৌমিক সহ একদল পুলিশ।  এ বিষয়ে আলাপকালে সহকারী কমিশনার (ভূমি)  এ প্রতিনিধিকে জানান এ  ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য আগামী ২৯ মে /২৪ লাখাই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024