চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে।


রবিবার (১৯ মে) রাত সাড়ে ১০টার দিকে মহাসড়কের চকরিয়া মাতামুহুরী ব্রীজের উপর এই দুর্ঘটনা ঘটে।


নিহত দুই যুবক হল-চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ড মৌলভীরচর এলাকার ছিদ্দিক আহমদ মিস্ত্রির ছেলে আবদুল্লাহ (২০) ও একই এলাকার মো. জিয়াউদ্দিনের ছেলে মো. মোস্তফা (২১)।


মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ওসি (পুলিশ পরিদর্শক) মাহবুবুল হক ভূঁইয়া বলেন, রাতে দ্রুতগতির অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেলের দুই আরোহী যুবক নিহত হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024