ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সিরাজগঞ্জের রায়গঞ্জ ও কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 

সোমবার  (২০ মে)  সকাল ১০. ৩০ মিনিটে  হতে দুপুর ১২. ৩০ মিনিট পর্যন্ত সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ( রাজস্ব) মো. ইমরান হোসেন ( বিপি এ. এ) এ বৈধ এসব প্রার্থীদেরকে প্রতীক বরাদ্দ দেন।

সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় যে, প্রথম ধাপের  ৪র্থ পর্যায়ে এ নির্বাচনে রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে প্রতীক প্রাপ্ত ৪  জন এরা হলেন, ইমরুল হোসেন তালুকদার, (দোয়াত কলম,)আব্দুল হাদি আলমাজি, (মটর সাইকেল) আমিনুল ইসলাম শিহাব,( আনারস) শোভন  সরকার,( ঘোড়া,), ভাইস চেয়ারম্যান ০৫ জন এরা হলেন,আব্দুর রউফ সরকার(-তালা,) মোঃ জাহিদুল ইসলাম-(উড়োজাহাজ)  ফরহাদ আলী-(চশমা)

রেজাউল করিম বাচ্চু-(টিউবওয়েল)

মোঃ লিটন(-মাইক) উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ০৪ জন এরা হলেন, নিষ্কৃতি দাস-(হাঁস) অনন্যা সাথী-(কলস)

লিনা হক -( ফুটবল), পরি খাতুন- ( বৈদ্যুতিক পাখা)

কামারখন্দ উপজেলা প্রার্থীদের বরাদ্দকৃত প্রতীক উপজেলা চেয়ারম্যান প্রার্থী ০৫ জন এরা হলেন, এস এম শহীদুল্লাহ (সবুজ -ঘোড়া), আব্দুল মতিন চৌধুরী -(আনারস) 

মো. ইউসুফ আলী-(মোটরসাইকেল) মো. রেজাউল করিম(-কাপ পিরিচ) 

মো.সেলিম রেজা(-দোয়াত কলম), ভাইস চেয়ারম্যান- পদে ০৪ জন এরা হলেন, মোঃ আনিসুর রহমান ভূঁইয়া-(টিউবওয়েল),

মো.শরিফুল ইসলাম-(উড়োজাহাজ) মো. সেলিম রেজা-(চশমা)  মো. হাফিজুর রহমান-(তালা)মহিলা ভাইস চেয়ারম্যান-০৪ জন এরা হলেন মোছা.ওম্মে নুর-(ফুটবল) 

মোছা. তাহমিনা ওয়াজেদ মেরিনা-(হাঁস)মোছা. শেফালী খাতুন- (কলস) মোছা. শম্পা খাতুন (-প্রজাপতি)

উক্ত  প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো. ইমরান হোসেন, তিনি সকল বৈধ প্রার্থীদেরকে নির্বাচন কেন্দ্রীক বিভিন্ন দিকনির্দেশনামূলক নির্দেশনা দেন । এ সময় প্রার্থীরাও তাদের বক্তব্যে দেন। নির্বাচন চলাকালীন আইন-শৃঙ্খলা সুষ্ঠু রাখা ও নির্বাচনী পরিবেশ যাতে স্বাভাবিক থাকে সে বিষয়ে গুরুত্বআরোপ করা হয়। এ প্রতীক বরাদ্দ  অনুষ্ঠানে কামারখন্দ উপজেলা ও রায়গঞ্জ উপজেলা  সহ সকল বৈধ প্রার্থীরা, সুধীজন,গুনীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024