কালিগঞ্জে উন্নয়ন কার্যক্রমের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিকরণ বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত 


সাতক্ষীরার কালিগঞ্জে বেসরকারি মানবাধিকার সংস্থা নাগরিক উদ্যোগের আয়োজনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 


আজ সোমবার (২০ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নাগরিক উদ্যোগের জেলা ভলেন্টিয়ার দুলাল বাবুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর কুমার দাস।এ সময় আরো বক্তব্য রাখেন সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার শেখ হেমায়েত হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তার প্রতিনিধি স্বপ্না খাতুন, উপজেলা সেবা কর্মকর্তা মিনারা পারভিন, উপজেলা কর্মকর্তা অন্য চক্রবর্তী, নাগরিক উদ্যোগের বিভাগীয় সহকারি সমন্বয়কারী পলাশ দাস, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সদস্য মাসুদ পারভেজ ক্যাপ্টেন, শের আলী, সাংবাদিক সুকুমার দাস বাচ্চু, আনোয়ার হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে জাতপাত ও পেশাগত বৈষম্য, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক এবং মানবাধিকার এর সুরক্ষা সহ ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠীর নানাবিধ বৈষম্য ও সমাধান নিয়ে বিস্তর আলোচনা করেন বক্তারা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024