|
Date: 2022-10-30 08:02:07 |
শেরপুরের ঝিনাইগাতীতে জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। ৩০ অক্টোবর রবিবার দুপুরে ঝিনাইগাতী উপজেলা পরিষদ হল রুমে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়। ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬৬ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর জেলা ইউনিট কমান্ড এর সাবেক কমান্ডার এএসএম নুরুল ইসলাম হিরো। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুরুজ্জামান আকন্দ, ডিপুটি কমান্ডার শামছুল আলমসহ বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকগণ।
© Deshchitro 2024