সিরাজগঞ্জের তাড়াশ ও উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২ টি উপজেলা ইভিএম এ এর মাধ্যমে ভোটাদীগার প্রয়োগ করেছে সাধারণ ভোটারা।


মঙ্গলবার (২১ মে) এ দুটি উপজেলার ২১৫টি ভোটকেন্দ্রে ইভিএময়ে সকাল ৮ টা থেকে ভোট শুরু হয়ে বিকেল ৪ টায় শেষ হয়। 


এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় দফায় সিরাজগঞ্জের তাড়াশ ও উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। দুটি উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। উপজেলা দুটির ভোটার সংখ্যা ৬ লাখ ৮ হাজার ৯শ ৪ জন। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহন নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে আনসার ও পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের টিম, অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্যরা টহলের পাশা পাশি পর্যবেক্ষক হিসেবে গণমাধ্যম কর্মীরাও রয়েছেন নির্বাচনী মাঠে। 


সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার নির্বাচনী সর্বশেষ পরিস্থিতি নিয়ে বক্তব্য রেখেছেন,জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, ও জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) পিপিএম (বার), এছাড়াও আরো সংগে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায়, তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার সইচিং মং মারমা, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন, তাড়াশ থানা ওসি মো. নজরুল ইসলাম, প্রমুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024