◾ দেশচিত্র ডেস্ক 


একটি সুইস রেলওয়ে কোম্পানি শনিবার আল্পসের মধ্য দিয়ে সবচেয়ে দর্শনীয় ট্র্যাকগুলোর একটিতে ভ্রমণের মাধ্যমে বিশ্বের দীর্ঘতম যাত্রীবাহী ট্রেনের রেকর্ড দাবি করেছে।


প্রিডা থেকে বারগুয়েন পর্যন্ত আলবুলা-বার্নিনা রুটে ১০০টি কোচের সমন্বয়ে ১ দশমিক ৯ কিলোমিটার দীর্ঘ ওই ট্রেন চালিয়ে এই রেকর্ডের দাবি করে রাইতিয়ান রেলওয়ে কোম্পানি।


রুটটি ২০০৮ সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে মনোনীত হয়েছিল এবং লাইনটি ২২টি পাহাড়ের টানেলের মধ্য দিয়ে ৪৮টি সেতুজুড়ে তৈরি। 


২৫ কিলোমিটার ওই যাত্রায় এক ঘণ্টার বেশি সময় লেগেছে বলে জানিয়েছে আরব নিউজ। ট্রেনটি দেখার জন্য উৎসাহীরা আল্পস পর্বতমালার উপত্যকায় সারিবদ্ধ হন।


রাইতিয়ান রেলওয়ের পরিচালক রেনাটো ফ্যাসিয়াটি বলেছেন, রেকর্ড করার উদ্দেশ্য ছিল এর মাধ্যমে সুইজারল্যান্ডের কিছু ইঞ্জিনিয়ারিং অর্জন তুলে ধরা এবং সুইস রেলওয়ের ১৭৫ বছর উদযাপন করা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023