আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আগামী ২৯ মে তজুমদ্দিন উপজেলা নির্বাচন উপলক্ষে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচন যত ঘনিয়ে আসছে সরগরম হয়ে উঠছে ভোটের মাঠ।

প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে গ্রামের হাট-বাজার, অলিগলি সহ বিভিন্ন এলাকা। প্রার্থী ও তাদের সমর্থকদের গণসংযোগসহ উঠান বৈঠক ও পথসভা চলছে প্রতিদিন। আবার গানে গানে ভোট চাওয়া হচ্ছে মাইকের মাধ্যমে।জমজমাট হয়ে উঠেছে নির্বাচনের প্রচারণা।

তবে ভোটাররা বলছেন, সৎ, যোগ্য, পরোপকারী ও বিপদে যাকে কাছে পাবেন এমন প্রার্থীকেই বিজয়ী করবেন তারা। যে প্রার্থী উন্নয়ন করতে পারবে তাকেই চান সাধারণ ভোটাররা। তাই নির্বাচন যত ঘনিয়ে আসছে, আলোচনা তত বাড়ছে কে হবেন আগামী পাঁচ বছরের জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান।

এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩  জন প্রার্থী অংশ নিয়েছেন।

তজুমদ্দিন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনারস প্রতীকে আলহাজ্ব ফজলুল হক দেওয়ান, দোয়াত কলম প্রতীকে মোশারফ হোসেন দুলাল, মোটরসাইকেল প্রতীকে ফখরুল আলম জাহাঙ্গীর,কাপ পিরিচ প্রতীকে রেজাউল করিম নিরব। নির্বাচনে অংশগ্রহণ করেন। 

পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন, তালা প্রতীকে আলহাজ্ব মহিউদ্দিন পোদ্দার, চশমা প্রতীকে জনাব আমিন মহাজন, টিউবয়েল প্রতীকে মোঃ আলাউদ্দিন ফরাজী।

এবং মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে ফুটবাল প্রতীকে কোহিনুর বেগম শিলা, কলস প্রতীকে ফাতেমা বেগম সাজু, হাঁস প্রতীকে কয়েফুল বেগম। নির্বাচনে অংশগ্রহণ করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024