গ্রাম পুলিশ বাহিনীর চাকুরী জাতীয়করণের দাবিতে সুনামগঞ্জে  ঘন্টাব্যাপী  মানববন্ধন অনুষ্ঠিত


মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি  ঃ
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ ও ইউনিয়ন পরিষদের আইন শৃঙ্খলা রক্ষাকারী গ্রাম পুলিশ বাহিনীর চাকুরী জাতীয়করণের দাবিতে  সুনামগঞ্জে ঘন্টাব্যাপী  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


আজ রোববার দুপুরে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের আদালত প্রাঙ্গণের আইনজীবী সমিতির সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন বক্তব্য রাখেন, গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অবণী কান্ত দেবনাথ, সাধারণ সম্পাদক আমান উল্লাহ, গ্রাম পুলিশ ইছাক আলী, আক্কাছ উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী সরকারের আদেশে ও নির্দেশ অনুসারে প্রায় ৭০ প্রকারের কাজ ২৪ ঘন্টায় দায়িত্ব পালন করে আসছে। কিন্তু আমরা শ্রম অনুযায়ী শ্রমের ন্যায্য মূল্য হতে আমরা বঞ্চিত। আমাদের দাবি গ্রাম পুলিশ বাহিনীর চাকুরী জাতীয়করণ করতে হবে। অন্যতায় দাবী আদায়ের জন্য আগামেিত কঠোর কর্মসূচী প্রদানের ঘোষনা দেন। 
 
পরে সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে একটি  স্মারকলিপি প্রদান করেন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা। ##

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024