দ্বিতীয় ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শেরপুরের নালিতাবাড়ীতে চেয়ারম্যান পদে মো. মোশারফ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো. শেখ ফরিদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোছা. আশুরা বেগম। ২১ মে মঙ্গলবার রাতে উপজেলা নির্বাচন অফিস হলরুমে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইলিশায় রিছিল এ ফল ঘোষণা করেন। চেয়ারম্যান পদে মো. মোশারফ হোসেন, ঘোড়া প্রতীকে ৬১ হাজার ৭৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী মো. মোকছেদুর রহমান লেবু পেয়েছেন ৩৯ হাজার ৮০৭ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মো. শেখ ফরিদ, টিউবওয়েল প্রতীকে ৩৯ হাজার ৭৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের প্রার্থী মো. মেহেদী হাসান রাজন পেয়েছেন ৩৩ হাজার ২৫ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. আশুরা বেগম, কলস প্রতীকে ৬৮ হাজার ৮৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের প্রার্থী নহেলিকা দিব্রা পেয়েছেন ১৪ হাজার ২৫৮ ভোট। মঙ্গলবার সকাল ৮টা থেকে উপজেলার ৮৩টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়, যা চলে একটানা বিকাল ৪টা পর্যন্ত। সকালের দিকে খানিকটা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কিছুটা বাড়ে। নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ৩০৬ জন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024