জয়পুরহাটের ক্ষেতলালে গলায় ফাঁস দিয়ে ছাকিনা খাতুন (১৫) নামে মানসিক ভারসাম্যহীন এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ২২ মে (বুধবার) বেলা ১১টার দিকে নিজ বাড়ির শয়নকক্ষে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।


নিহত ছাকিনা খাতুন (১৫) ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন মহব্বতপুর নাগরপাড়া গ্রামের সাহাদুল ইসলামের মেয়ে। সে জামালপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।


পরিবার ও স্থানীয়সূত্র জানায়, আনুমানিক ৫/৬ বছর যাবৎ নিহত ছাকিনা খাতুন মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। সূত্রটি আরোও জানায়, এর আগেও বেশ কয়েকবার সে আত্মহত্যার চেষ্টা করেছে। তবে এবার সকলের চোখ ফাঁকি দিয়ে নিজ বাড়ির শয়নকক্ষে দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।


ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024