|
Date: 2024-05-23 10:34:53 |
‘গানে গানে সুরে সুরে আওয়াজ তোলো প্রাণে প্রাণে’ ও ‘তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলালের পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের স্থানীয় প্রতিযোগীদের অংশগ্রহণে ‘সেরাকণ্ঠ জয়পুরহাট’ এর প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।
২৩ মে (বৃহস্পতিবার) সকাল ১০টার দিকে ক্ষেতলাল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে দিনব্যাপী জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে জেলা ভিত্তিক ‘সেরাকণ্ঠ জয়পুরহাট’-২০২৪ এর পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে অডিশন শুরু হয়েছে।
‘ক’ ও ‘খ’ গ্রুপের দুটি বিভাগে প্রতিযোগিতায় প্রাথমিক অডিশনে ‘ক’ বিভাগে অনূর্ধ্ব-১৮ এবং ‘খ’ বিভাগে ১৯ থেকে শুরু করে সর্বোচ্চ ৫৯ বছর বয়সী প্রতিযোগীরা এতে অংশগ্রহণ করেন। বাছাইপর্বের প্রথম দিনে ক্ষেতলাল পৌরসভা, বড়তারা ও তুলসীগঙ্গা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে প্রতিভাবান শিশু-কিশোর, স্কুল শিক্ষার্থী ও নানান শ্রেণি-পেশার প্রতিযোগীরা এতে অংশগ্রহণ করেন। বাছাইপর্বে ‘ক’ গ্রুপ এবং ‘খ’ গ্রুপে অংশগ্রহণ করেন ৪৫ জন প্রতিযোগী। উত্তীর্ণ হয়েছেন ১১ জন প্রতিযোগী।
পরবর্তী অডিশন সোমবার (২৭ মে) অনুষ্ঠিত হবে উপজেলার হিন্দা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে। এতে অংশগ্রহণ করবে বড়াইল, মামুদপুর ও আলমপুর ইউনিয়নের প্রতিযোগীরা।
প্রতিযোগী বাছাইয়ের অনুষ্ঠানটিতে আসমুন নাহার নিনা ও ঐশি'র উপস্থাপনায় প্রথম দিনের প্রাথমিক অডিশনে উপস্থিত ছিলেন জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তৃপ্তি রানী এবং নির্বাহি ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) আয়েশা সিদ্দিকা। এছাড়াও বিচারকদের ভূমিকায় ছিলেন জেলা শিল্পকলা একাডেমির পক্ষে বাউল শিল্পী কিরণ, রবিন আহমেদ, মশিউর রহমান তুহিন ও প্রদীপ চন্দ্র।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি অফিসার আফতাবুজ্জামান আল ইমরান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুন আরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক শাহ ও অধ্যক্ষ এমেলী আকতার।
ক্ষেতলাল উপজেলা নির্বাহি অফিসার আফতাবুজ্জামান আল ইমরান দৈনিক দেশচিত্র'কে জানান, আমাদের অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের লুকিয়ে থাকা প্রকৃত প্রতিভাবানদের তুলে এনে শুধুমাত্র উপজেলা নয়, জেলা পর্যায়েও সিংহভাগ সাফল্য অর্জন করতে চাই।
© Deshchitro 2024