যশোরের অভয়নগরে দেওয়াপাড়া গ্রামে এক চোরকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়েছে।
অভয়নগরে দেওয়াপাড়ার বটতলা চৌরাস্তার পাশে ৩০ অক্টোবর (রবিবার) সকাল ১১টার সময় পিকুল নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি করে মোটরসাইকেল স্টার্ট দিয়ে পালানোর সময় পিকুল জানতে পেরে ধাওয়া করে। কিছু দূরে যাওয়ার পর মোটরসাইকেলের স্টার্ট বন্ধ হয়ে যায়। সাথে সাথে লোকজন ঘিরে ফেলে। চোর দাবি করে যে,সে একজন কোম্পানির লোক মোটরসাইকেলটি বাকিতে ক্রয়করা ছিলো তাই ক্রেতা বকেয়া টাকা দিতে নানা রকম ভাবে তালবাহানা করে আসছে তাই আমি সন্ধান পেয়ে মোটরসাইকেলটি হাতে পেয়ে সংগ্রহ করেছি। চোরটি চুকনগর থেকে এসেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।