হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরের প্রানকেন্দ্র বাহুবল বাজারে বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় পরিবেশ হুমকির মুখে রয়েছে। ফলে একদিকে পরিবেশের বিপর্যয় ঘটছে অপরদিকে বাজারে আসা এলাকাবাসীকে দুর্গন্ধের শিকার হচ্ছেন। অনুসন্ধানে দেখা গেছে সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে বাজারের ব্যবসায়িরা পরিত্যক্ত বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভূমিতে বর্জ্য পদার্থ ফেলে স্তুপের সৃষ্টি করে তুলেছেন। এ নিয়ে কারোই সাড়া নেই। প্রশাসন ও জনপ্রতিনিধি কারোই নজর পড়ছে না। এলাকাবাসী অবিলম্বে এ বিষয়ে সংশ্লিষ্টদের নজর দেয়ার জন্য দাবি করছেন।

 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024