উপজেলা বহুল আলোচিত একমাত্র কারিগরি, দ্বীনি ও বিজ্ঞান শিক্ষা প্রতিষ্ঠান দাওয়াতুল ঈমান মডেল বিজ্ঞান কারিগরি দাখিল মাদ্রাসা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 


নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পাঁচগাও ইউনিয়নে আফসারখিল গ্রামে অবস্থিত ২৫ মে (শনিবার) সকাল ১০ টায় মাদরাসা প্রাঙ্গণে মাদরাসার ভারপ্রাপ্ত (সুপার) মাওলানা মহি উদ্দিন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাদরাসার গভর্নিং বডির সভাপতি ও  সমাজসেবক শাহ আলম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান উল্যা।


আরও বক্তব্য রাখেন, পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুন, জয়াগ কলেজের 

বিজ্ঞান বিভাগের শিক্ষক মোঃ ফিরোজ, তালতলা জামে মসজিদের খতিব আবদুল বাতেন, এবং ছাত্রছাত্রীদের মাঝে বক্তব্য রাখেন ১০ম শ্রেণির শাখাওতুন্নেসা ও সমান গনি।


আরও উপস্থিত ছিলেন বিষ্ণুরামপুর হাফেজিয়া মাদরাসার সুপার মাওলানা মহীন উদ্দিন, সমাজসেবক মাহবুবুল আলম, আবদুর রহমান।


প্রতিষ্ঠানটি গত কয়েক বছর ধরে অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। এবার এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ সহ ভালো ফলাফল অব্যহত রেখেছেন। 


প্রধান অতিথি তার বক্তব্য বলেন, মাদরাসা শিক্ষার্থী এখন দেশ বিদেশে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতীয় পর্যায়ে ভুমিকা পালন করছেন। আমি আশা করছি এ মাদরাসার শিক্ষার্থীরা কারিগরি, বিজ্ঞান ও দ্বীনি শিক্ষায় দেশ ও জাতীর উন্নয়নে কাজ করে যাবেন। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024