বরিশালে ফরচুন সু কারখানায় বকেয়া বেতনের দাবীতে আন্দোলনরত শ্রমিকদের উপর হামলা, গুলিবর্ষনকারীসহ জড়িতদের শাস্তি এবং আহতদের চিকিৎসার ক্ষতিপূরণ দেয়া ও অবিলম্বে ফরচুন সু কারখানার সকল শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস, ওভারটাইমের সমুদয় টাকা পরিশোধ করার দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা কমিটি।আজ শনিবার (২৫ মে) সকাল ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।এ সময় বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা সভাপতি অধ্যাপক মিজানুর রহমান সেলিম, বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল মহানগর সাধারন সম্পাদক অধ্যাপক শাহ্ আজিজুর রহমান খোকন, গোপালগঞ্জ জেলা বাসদ আহবায়ক অধ্যাপক মোসারেফ হোসেন ঢালি, ঝালকাঠী কমিউনিস্ট পার্টি সাধারন সম্পাদক প্রশান্ত দাস ও ভোলা জেলা নেতা সিদ্দিকুর রহমান প্রমুখ।এ সময় বক্তরা বলেন- নিরিহ শ্রমিকদের উপর গুলিবর্ষনকারী আনসার সদস্য ও মালিক পক্ষের বিরুদ্ধে নিরপেক্ষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করার দাবীসহ শ্রমিকদের ন্যায্য পাওয়া বুঝিয়ে দেওয়া। পাশাপাশি তাদের চিকিৎসার ক্ষতিপূরণ দেয়ার দাবী জানান। পরে নগরীর বিভিন্ন সড়কে এক বিক্ষোভ মিছিল বের করে ফকির বাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।