সাতক্ষীরার কৃতি সন্তান অর্ণব আবারও এয়ার রাইফেলে দেশ সেরা নির্বাচিত  হলেন।

অর্ণব শারার লাদিফ সাতক্ষীরার চাপড়া গ্রামের এড. আলিফ হোসেনের জৈষ্ঠ পুত্র।
জানাগেছে, গত বুধবার (২২ মে'২৪) ঢাকায়  গুলশান শুটিং ক্লাবের আয়োজনে ১১ তম জাতীয় 'সুজুকি এয়ার রাইফেল'২৪' (শুটিং) প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় সেরা শতাধিক শুটারগন অংশগ্রহন করেন। চুল চেরা বিশ্লেষন ও চির প্রতিদ্বন্দিতাপূর্ণ প্রতিযোগীতায় বিচারকগন অর্ণব শারার লাদিফকে দেশ সেরা উপাদিতে ভূষিত করে গোল্ড মেডেল প্রদান করে পুরষ্কৃত করেন।
প্রসঙ্গত. অর্ণব ইতোপূর্বে কয়েকবার শুটিং এ দেশ সেরা হয়ে গোল্ড মেডেল অর্জন করেছে। এছাড়া দেশের হয়ে কয়েকটি দেশে প্রতিযোগীতায় অংশ গ্রহন করে গোল্ড মেডেল পেয়ে দেশের মুখ উজ্জল করেছে। অর্নব ও তার পরিবার সাতক্ষীরাবাসির নিকট দোয়া চেয়েছেন। #
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024