কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে  চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। নির্বাচন কমিশন এবারের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না দিয়ে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দেয়। দলীয় প্রতীক না থাকায় নাগেশ্বরী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা জামান মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি তার নির্বাচনী পোস্টারে মুজিব কোট পড়ে  নৌকা প্রতীক ব্যবহার করে তাকেই আওয়ামী লীগের মুল প্রার্থী হিসেবে প্রচার করছেন। এতে ভোটাররা নানান দ্বিধাদ্বন্দে পড়ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।


কাপ পিরিচ মার্কার প্রার্থী একেএম মহিবুল হক খোকন অভিযোগ করেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে কোন প্রার্থীর পক্ষে সংসদ সদস্য কিংবা মন্ত্রীরা কোন ভূমিকা নিতে পারবেন না বলে আইন থাকলেও কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য এ.কে.এম মোস্তাফিজুর রহমান মোস্তাক মোটরসাইলে প্রতীকের পক্ষে কাজ করছেন। সেই সাথে এমপি মোস্তাক তার পরিচিত জনদের প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং নিয়োগেরও পায়তারা চালাচ্ছেন। এ অবস্থায় দেশের তৃতীয় ধাপের নির্বাচনে নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মনি করি।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024