রাজশাহী জেলার গোদাগাড়ীর সড়মংলা খাড়ির পানিতে ডুবে চাচাতো ভাই বোনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ১১ টার সময় গোদাগাড়ী পৌরসভার সরমংলা এলাকায়।
মৃতরা হলো গোদাগাড়ী পৌরসভার ৫ নং ওয়ার্ডের সরমংলা এলাকার ইসরাফিল হোসেন বিপ্লবের ছেলে আসলাম ( ৮) ও আসলামের চাচাতো বোন একই এলাকার আবু বক্কর সিদ্দিকের মেয়ে মিম (১০)।
এলাকাবাসী ও পরিবার সুত্রে জানা যায়, আজ শনিবার (২৫ মে) সকাল সাড়ে ১১ টার সময় সরমংলা খাড়িতে গোসল ও মাছ মারার উদ্দেশ্যে যায় তারা। এরপর বাসায় অনেকক্ষণ না ফেরাই পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এ সময় সড়মঙ্গলা খাড়িতে পানিতে নেমে খোঁজার একপর্যায়ে পায়ে বেঁধে লাশ ভেসে ওঠে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই চাচাতো ভাই বোন সব সময় একসঙ্গেই থাকে এবং তাদের মধ্যে অনেক মিল। যেখানেই যাই তারা একসঙ্গে যেতো। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024