|
Date: 2022-10-31 00:02:36 |
নোয়াখালী পৌরসভা ৩০০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু রোগের চিকিৎসা দিল
নোয়াখালী পৌরসভার উদ্যোগে প্রায় ৩০০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষুরোগের চিকিৎসা দেওয়া হয়েছে এবং একই সঙ্গে ৪০ জন রোগীকে ল্যান্সসহ ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়।
শনিবার সকালে পৌরসভার মিলনায়তনে এ চক্ষু রোগের চিকিৎসা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র সহিদ উল্যাহ খান সোহেল।
নোয়াখালী অন্ধ কল্যাণ সমিতি ও চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল পরিচালিত এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী অন্ধ কল্যাণ সমিতির সভাপতি মখছুদুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক চিকিৎসক উত্তম মজমদার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল আলম রাজু প্রমুখ।
© Deshchitro 2024