|
Date: 2022-10-31 00:57:18 |
বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনে শনিবার ঢাকায় পৌছাবেন প্রয়াত মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডির পরিবার।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ‘স্পিকারস প্রগ্রামের’ পৃষ্ঠপোষকতায় এডওয়ার্ড এম কেনেডি জুনিয়র ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেবেন। সেখানে বাবা এডওয়ার্ড এম কেনেডির কথা স্মরণ করবেন। তাঁর বাবার রোপণ করা বটগাছটি দেখবেন।
এডওয়ার্ড এম কেনেডি জুনিয়রের ঢাকায় কর্মসূচির মধ্যে এডওয়ার্ড এম কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড দ্য আর্টসে প্রতিবন্ধী অধিকার নিয়ে বক্তৃতাও আছে। তাঁর পরিবারের সদস্যরা আগামী ৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন।
© Deshchitro 2024