|
Date: 2024-05-26 08:14:42 |
জয়পুরহাটের কৃষ্ণপুর থেকে মাদকসহ ০৩ মাদক কারবারী গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি-৩ এর চৌকস আভিযানিক দল।
শনিবার রাতে জেলার পাঁচবিবি থানাধীন কৃষ্ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২৬০ পিচ ট্যাপেন্টাডলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কৃষ্ণপুর গ্রামের মামুনুর রশীদের ছেলে রনি হাসান (৩৮), এনামুল হোসেনের ছেলে নুর আলম (২৮) ও জয়পুরহাট সদর থানাধীন
গোবিন্দপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে এরশাদ হোসেন (৩৫)।
রবিবার (২৬ মে) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃত আসামী রনি একজন চিহ্নিত মাদক কারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নুর আলম ও এরশাদ এর মাধ্যমে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচবিবি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
© Deshchitro 2024