|
Date: 2022-10-31 02:22:44 |
খাজা উসমান খাঁ অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক আফেন্দি নূরুল ইসলাম
শিল্পকলা, শিক্ষা, ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড পেয়েছেন নান্দাইলের কৃতি সন্তান অধ্যাপক আফেন্দি নূরুল ইসলাম।
রোববার (৩০ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে শহীদ সাহাব উদ্দিন মিলনায়তনে এ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়।
সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ১৫ গুণী ব্যক্তিত্ব পেয়েছেন খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড।
অ্যাওয়ার্ডপ্রাপ্তরা অন্যরা হলেন, শিল্পকলা, শিক্ষা, ভাষা ও সাহিত্যে-গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজী, কবি ফাতেমা ইসরাত রেখা,ননী গোপাল সরকার,সত্যজিৎ বিশ্বাস, নাজমা মমতাজ, মোছা.হাজেরা বেগম, গবেষণায়-ড.মো. আব্দুল মালেক, জাহাঙ্গীর আলম জাহান,সাংবাদিকতায়- আতাউল করিম খোকন,মো.শাহজাহান, এএসএম হোসাইন শাহীদ,এম মুখলেছুর রহমান এবং সমাজসেবায় পেয়েছেন মুহাম্মদ ফজলুল হক ও মুহাম্মদ আব্দুর রউফ লিটন।
অ্যাওয়ার্ড কমিটির সভাপতি প্রফেসর ইঞ্জিনিয়ার এম এ জিন্নাহ’র সভাপতিত্বে রবিবার ৩০ অক্টোবর দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই গুণীজনদের হাতে পদক ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন,মসিক প্যানেল মেয়র শামীমা খানম, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ ড. একেএম আব্দুর রফিক, শম্ভুগঞ্জ জিকেপি কলেজের নির্বাহী পরিচালক লায়ন ড. মো.সিরাজুল ইসলাম, সাপ্তাহিক রাজগৌরীপুরের উপদেষ্টা সম্পাদক আজম জহিরুল ইসলাম,ক্রিয়েটিভ অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার।
অনুষ্ঠানে অ্যাওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার বলেন, বিজয়ীদের নাম আগেই ঘোষণা করা হয়েছিল। এখন শুধু আনুষ্ঠানিকভাবে ২০১৯ ও ২০২১ সালে অ্যাওয়ার্ড বিজয়ীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে।
প্রসঙ্গত, খাঁজা ওসমান খা ছিলেন বারো ভূঁইয়্যাদের একজন ও বাংলার সর্বশেষ আফগান সর্দার। তার ঐতিহাসিক দুর্গ ছিল ময়মনসিংহের গৌরীপুরের বোকাইনগরে। ২০১৯ সাল থেকে এসিক অ্যাসোসিয়েশন ও ক্রিয়েটিভ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে দুই বছর পর পর এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
© Deshchitro 2024